সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৯ আগস্ট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে বিশেষ আয়োজন
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) রবীন্দ্রনাথ ঠকুরের গান ও কবিতা নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম এবং অভিনেতা ও আবৃত্তিকার মজিবুর রহমান দিলু। লিলি ইসলামের গান এবং মজিবুর রহমানের আবৃত্তি নিয়ে এই আয়োজন শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
লিলি ইসলাম শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়া-শুনা করেন। সেখানে তিনি কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেন-এর মত বিখ্যাত শিল্পীদের কাছে তালিম নেওয়ার সুযোগ লাভ করেন। বর্তমানে তিনি উত্তারায়ণ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তাঁরই হাতে প্রতিষ্ঠিত একটি সংগঠন। রবীন্দ্র সঙ্গীতের ব্যাস্ত এই শিল্পী একই সাথে সরকারী সঙ্গীত কলেজ ও শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
অপরদিকে মজিবুর রহমান দিলু একাধারে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনা ও নির্দেশনার সাথেও যুক্ত আছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ মূখ্য ভূমিকায় অভিনয় করে তিনি সকলের নজর কাড়েন।
সাতদিন/এমজেড