সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৯ আগস্ট, সাধনা কালচারাল সার্কেল, ঢাকা
সাধনা সাংস্কৃতিক মণ্ডলের নৃত্যানুষ্ঠান
সাংস্কৃতিক সংগঠন সাধনা সাংস্কৃতিক মণ্ডলের উদ্যোগে রাজধানীর বনানীতে অবস্থিত সাধনা কালচারাল সার্কেলে (বাড়ি-৫, রোড-২৭, ব্লক-জে) এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৃত্যশিল্পী আরিফুল ইসলাম অর্ণবের ‘ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ইন একাডেমিক কন্টেম্পরারি ড্যান্স বাই রিদমোসাইক’ শীর্ষক বৃত্তি প্রাপ্তি উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। ৪র্থ বারের মত এই বৃত্তি নিয়ে ভারতের কলকাতায় বিশেষ প্রশিক্ষণ নিতে যাচ্ছেন কোন বাংলাদেশী শিক্ষার্থী। এ উপলক্ষ্যে আয়োজিত নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আবু নাইম, তাহনুম আহমেদী এবং হোসাইন মাহবুব। এই তিন শিল্পীই ইতোপূর্বে বৃত্তি নিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সাতদিন/এমজেড