রাত ৮টা ৪০ মি, ৩০ আগস্ট, এসএ টিভি

আমার ব্যালকনি’র অতিথি

আবদুন নূর তুষার ও তাঁর কন্যা

উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: মুনতাহা মিথিলা


দেশের আলোচিত তারকা ব্যক্তিত্বদের নিয়ে আড্ডার অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’। এসএটিভির এই অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন ফাল্গুনী হামিদ ও তাঁর কন্যা তনিমা হামিদ। অনুষ্ঠানে আলাপচারিতায় তাঁরা দর্শকদের কাছে তুলে ধরেন শৈশব, কৈশর, তারুণ্যের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা, সংসার কিংবা জীবন দর্শন, মূল্যবোধ, পরিবার টানাপোড়েনের গল্প।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের আলোচিত টিভি উপস্থাপিকা শামীমা আখতার বেবী। মুনতাহা মিথিলা’র প্রযোজনায় এসএ টিভিতে ‘আমার ব্যালকনি’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৮টা ৪০ মিনিটে ।

সাতদিন/এমজেড

৩০ আগস্ট ২০১৫

টেলিভিশন

 >  Last ›