২৬ থেকে ৩১ আগস্ট, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
বিভিন্ন মাধ্যমের নকশা প্রদর্শনী
দ্য বে অব ব্যাঙ্গি
রাজধানীর বনানীতে অবস্থিত গ্যালারি লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড-এ (বাড়ি-৯৬, রোড-১১) এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্টুডিও ব্যাঙ্গি আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে স্থাপত্য, অ্যানিমেশন, কমিক বই থেকে শুরু করে নানান মাধ্যমে করা ডিজাইন। এ ছাড়াও থাকছে সরাসরি পরিবেশিত গ্রাফিতি এবং সংগীত। এতে আরও থাকছে মিউজিক ভিডিও ওয়ার্কশপ। এই প্রদর্শনীটি অনেকটা ইন্টারএক্টিভ, অর্থাৎ দর্শনার্থীরাও এতে অংশ নিবেন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সাতদিন/এমজেড