A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

যন্ত্রসংগীতের আসর রাগা এন্ড রিদম | সাতদিন

সন্ধ্যা ৬টা, ১১ সেপ্টেম্বর, ছায়ানট সংস্কৃতি-ভবন, ঢাকা

টিকেট বিক্রি চলছে

যন্ত্রসংগীতের আসর রাগা এন্ড রিদম


পেশকার কালচারাল ফোরাম আয়োজিত ‘রাগা এন্ড রিদম: সেকেন্ড সেশন’ শীর্ষক সংগীতের আসর বসছে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার মোহাম্মদপুরের শংকর বাস স্ট্যান্ড সংলগ্ন ছায়ানট সংগীত বিদ্যায়তনে। আয়োজনের অংশ হিসেবে থাকছে মীর নাকিবুল ইসলামের তবলা বাদন, ওস্তাদ বারী সিদ্দিকীর বাঁশি এবং কলকাতার শিল্পী সৃঞ্জয় মুখার্জীর সরোদ পরিবেশনা। মীর নাকিবুল ইসলামের সাথে হারমনিয়ামে সংগত করবেন তামনিয়া ইসলাম, বারী সিদ্দিকীর সাথে তবলায় থাকছেন অশোক পাল এবং সৃঞ্জয় মুখার্জীর সাথে তবলায় থাকছে নাকিবুল ইসলাম।

এই আয়োজনের টিকেট বিক্রি শুরু হয়েছে ২৯ আগস্ট শনিবার। টিকেট পাওয়া যাবে ফাহিম মিউজিকের গুলশান ও বনানী শাখায়, ধানমণ্ডির জ্ঞানকোষে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সুরের মেলায় এবং বেইলি রোডের থিয়েটার কর্নারে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ টাকা।

আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ০১৬৭৮১৩৮২১৮, ০১৭৯৩৬৯৯৯৫৫ ও ০১৯১৩৯৫০০২১ এই নাম্বারগুলোতে যোগাযোগ করা যাবে।

সাতদিন/এমজেড

১১ সেপ্টেম্বর ২০১৫