সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
ঢাবি বাংলা বিভাগের প্রযোজনায় মঞ্চায়িত হবে
সেলিম আল দীনের ‘কিত্তন খোলা’
ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক ‘কীত্তনখোলা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রযোজিত এই নাটকটির নির্দেশনায় থাকছেন মেহের নিগার। নাটকটি এর আগে অন্য নাট্য দলের প্রযোজনায় মঞ্চে আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এটির প্রথম মঞ্চায়ন করতে যাচ্ছে।
বাংলার গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নাটকটি রচিত হয়েছে। ভবঘুরে বেদে সম্প্রদায়, যাত্রাদলের শিল্পী, গ্রামীণ মেলায় আসা সহজ-সরল যুবক, পতিতা পল্লী থেকে আসা যাত্রার অভিনেত্রী, প্রভাবশালী ঠিকাদার এমনই সব বিচিত্র চরিত্রের সমাবেশ ঘটে এ নাটকে। প্রেম, ভালোবাসা, স্বপ্নের পাশাপাশি দেখা যায় মানুষের লোভ, লালসা আর ষড়যন্ত্র।
সাতদিন/এমজেড