২৮ সেপ্টেম্বর বিকাল ৪টা, দ্য আমেরিকান সেন্টার, ঢাকা
আমেরিকান সেন্টার মিউজিক বাজ
রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস দ্য আমেরিকান সেন্টারের (প্লট-১, প্রগতী স্মরণী) লাইব্রেরিতে প্রতি দুই সপ্তাহ পর পর সোমবারে মিউজিক বাজের আয়োজন করা হয়। এই আয়োজনের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় সংগীতের উন্মুক্ত আসর বসতে যাচ্ছে। এই আসরে দর্শক-স্রোতাদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগ্রহী ব্যক্তিরা, কন্ঠশিল্পী বা যন্ত্রশিল্পী, এখানে অংশ নিতে পারেন। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মূলত অনুষ্ঠানে আসা সাধারণ মানুষেরাই এটিকে সফল করে তোলে।
সাতদিন/এমজেড