বিকাল ৪টা ৩০ মি, ৩১ আগস্ট, ইএমকে সেন্টার, ঢাকা
ইংলিশ স্পিকিং ক্লাবের আড্ডা
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরোনো, মেইডাস সেন্টার) নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ‘ইংলিশ স্পিকিং ক্লাব’-এর আড্ডা অনুষ্ঠিত হবে। এখানে শিক্ষার্থীরা নিজেদের মাঝে ইংরেজিতে কথা বলবেন। তাদেরকে একটি প্রশ্নের তালিকা সর্বরাহ করা হবে অথবা কোন প্যাসেজ থেকে পড়তে বলা হবে। সেখানে আরও থাকছে নানান ধরনের মজার খেলা এবং অভিনয়। এ সবের মাধ্যমে আনন্দের সাথে ইংরেজি শেখার পরিবেশ তৈরি করে দিচ্ছে ইএমকে সেন্টারের ইংলিশ স্পিকিং ক্লাব। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনের স্থানে এসে নাম নিবন্ধন করে যে কেউ এটি উপভোগ করতে পারেন।
সাতদিন/এমজেড