নিবন্ধনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর
পণ্ডিত রামকানাই দাশের গানের প্রশিক্ষণ
বরেণ্য সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে 'পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ' ও “সংগীত পরিষদ”যৌথভাবে আয়োজন করেছে তাঁর রচিত ও সুরারোপিত গানের প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, প্রশিক্ষণ দিবেন রামকানাই দাশের সুযোগ্যা কন্যা ও শিষ্যা শিল্পী কাবেরী দাশ । সফলভাবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। যারা নিবন্ধন করতে আগ্রহী তারা ১০ সেপ্টেম্বর এর মধ্যে তাদেরকে পুরো নাম ঠিকানা ফেইসবুকের ইভেন্ট পেইজ-এ (https://www.facebook.com/events/1898404777052159/permalink/1905525023006801/) কমেন্ট হিসেবে লিখতে হবে এবং কর্মশালা শুরুর ৩০ মিনিট আগে ভেন্যুতে (ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি# ৭২, রোড # ১৫ এ ধানমণ্ডি আ/এ, ঢাকা) রির্পোট করতে হবে। নিবন্ধন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে এই কর্মশালা শুরু হবে। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০ মিনিট এবং ১৯ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৪ট ৩০ মিনিট পর্যন্ত কর্মশালা চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মধ্যাহ্ন ভোজ বিরতি থাকবে। বিস্তারিত জানতে ০১৯১১৩৪৯২৬৭ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাতদিন/এমজেড