নিবন্ধন চলছে
ডিজিটাল মার্কেটিংয়ের কর্মশালা
২ সেপ্টেম্বর ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরোনো, মেইডাস সেন্টার) এক ডিজিটাল কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় অংশ নিতে http://www.imdhaka.com/?event=digital-marketing-for-beginners-workshop এই ঠিকানায় ভিজিট করে টিকেট নিতে হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে এই কর্মশালা চলবে রাত ৮টা পর্যন্ত। এই কর্মশালায় ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন দিক, যেমন—ইমেইল, পে পার ক্লিক, এসইও এবং অনলাইন ফোরাম সম্পর্কে ধারণা দেওয়া হবে।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজের মার্কেটিং বা বিপণন দক্ষতাকে ব্যবসার মালিকের কাছে উপস্থাপন করার প্রক্রিয়া আয়ত্ত্ব করবেন। এ ছাড়া তাদেরকে এমন সব ধারণা দেয়া হবে যাতে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে গিয়ে তা প্রয়ো্ করতে পারেন। বিস্তারিত তথ্য এবং সিলেবাস সম্পর্কে জানতে dillon@betterstories.asia এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে।
সাতদিন/এমজেড