সন্ধ্যা ৭ টা, মহেশ্বাঙ্গণের রামমালা ছাত্রাবাস, কুমিল্লা

কবি অনিল সরকারের জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

কুমিল্লার কৃতি সন্তান, ত্রিপুরার প্রয়াত উচ্চশিক্ষামন্ত্রী ও মুক্তিযুদ্ধের অকৃত্রিম সুহৃদ কবি অনিল সরকারের ৭৭ তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে “ কবি অনিল সরকার সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা চর্চা কেন্দ্র” আজ সন্ধ্যা সাতটায় কুমিল্লার মহেশ্বাঙ্গণের রামমালা ছাত্রাবাসে (ঈশ্বর পাঠশালা) জম্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে কবি অনিল সরকার স্মারক সম্মাননা প্রদান, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশ থেকে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহম্মদ সামাদ, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ও কবি অনিল সরকার একাডেমি, বাংলাদেশের আহবায়ক ড. আবুল আজাদ এবং অনিল সরকার গবেষক নূরুন্নাহার শিরিন। ত্রিপুরার শ্রী রবীন সেনগুপ্ত, ড. গোপাল মনিদাস, শ্রী বিধান রায়, পশ্চিমবঙ্গের রণবীর সিংহ বর্মণ, আসামের শ্রীমতি জিনা রাজকুমারী, বিশ্বভারতীয় অধ্যাপক ড. প্রহলাদ রায় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চুরুলিয়ার অধ্যাপক ড. তাপস পাল।

অনুষ্ঠানে ঈশ্বর পাঠশালার প্রাক্তণ প্রধান শিক্ষক শ্রী বিনয় ভূষণ দাশগুপ্ত প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী বুলবুল মহলানবীশ, শ্রী উষারঞ্জন সরকার ও চিত্রশিল্পী ওবায়দুল্লাহ মামুন। কবি আসলাম সানী, কবি ড. শাহাদাৎ হোসেন নিপুসহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার আহবায়ক এডভোকেট প্রহলাদ দেবনাথ।

১ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >