২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর, গ্যালারি কায়া, ঢাকা

মোহাম্মদ ইকবালের একক চিত্রপ্রদর্শনী

সামাজিক বন্ধনের বাইরে


ঢাকার উত্তরায় অবস্থিত গ্যালারি কায়া’তে (বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪) চলছে শিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রপ্রদর্শনী ‘সামাজিক বন্ধনের বাইরের দিক’। প্রদর্শনীতে শিল্পীর ৩৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এই প্রদর্শনী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। সমাজে বিরাজমান সংহিংসতা, নারী ও শিশুর প্রতি বিদ্বেষমূলক আচরণ ইত্যাদি শিল্পীর তুলিতে ফুটে উঠেছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী ও জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।

সাতদিন/এমজেড

২ সেপ্টেম্বর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›