৪ থেকে ১৮ সেপ্টেম্বর, আঁলিয়স ফ্রঁসেস দ্য ঢাকা

সুলতান ইসতিয়াকের চিত্রপ্রদর্শনী

বিষাদময় নগর জীবন


রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আঁলিয়স ফ্রঁসেস-এ আগামী শুক্রবার ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তরুণ শিল্পী সুলতান ইসতিয়াকের একক চিত্রপ্রদর্শনী ‘দ্য মেলাঙ্কলি অব আরবান লাইফ’ বা ‘বিষাদময় নগর জীবন’। জলরং ও তেলরং মাধ্যমে চিত্রিত ৩৫টি চিত্রকর্ম উপস্থাপিত হবে প্রদর্শনীতে। ছবিগুলোতে শিল্পী ঢাকা শহরের নগর জীবনকে মেলে ধরেছেন আপন ক্যানভাসে। শিল্পীর তুলিতে উঠে এসেছে শহরের রূঢ় বাস্তবতা। একই সাথে শহরের প্রাচীন ঐতিহ্য, পাশ ঘেঁসে বয়ে চলা বুড়িগঙ্গা নদী ইত্যাদিও তাঁর ছবির বিষয়বস্তু হয়ে এসেছে। প্রদর্শনীটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। রবিবার সাপ্তাহিক বন্ধ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালী উর রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান-ইয়ং। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকবেন চিত্রসমালোচক মঈনুদ্দীন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

সাতদিন/এমজেড

২ সেপ্টেম্বর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›