নিবন্ধনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কর্মশালা ও প্রতিযোগিতা


নেদারল্যান্ডের সেবামূলক প্রতিষ্ঠান এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তরুণ নির্মাতাদের জন্য ‘ইয়ং ফিল্মমেকার্স ইন ডেভেলপমেন্ট সেক্টর’ শীর্ষক এক কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর (প্লট-১৬, ব্লক-বি, ঢাকা-১২২৯) ক্যাম্পাসে কর্মশালা চলবে। এই কর্মশালায় অংশ নিতে ৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। রেজিস্ট্রেশন ফি ছাড়াই আগ্রহীরা এই ঠিকানায় ‘https://goo.gl/pLJPNX’ গিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা চারজনের দল তৈরি করে দলীয়ভাবে আবেদন করবেন। চারজনকে অবশ্যই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

প্রথমে নিবন্ধিত প্রতিটি দল তাদের কনসেপ্ট জমা দিবেন। প্রথম রাউন্ডের জন্য তাদের কনসেপ্টের উপর ভিত্তি করে ২০টি দল নির্বাচন করা হবে। নির্বাচিত দলগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দলের সদস্যদের যাতায়ত খরচও বহন করবে এসএনভি। বিচারক প্যানেলের ভোটে সেরা দল নির্বাচন করা হবে এবং তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া দুজন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে যারা পরবর্তী তিন মাস এসএনভি’র সাথে কাজ করা সুযোগ পাবে।

পুরো আয়োজনে এসএনভিকে সহায়তা করছে ‘এনলাইভেন’ নামের আরেকটি সংগঠন। সংগঠনটি বিভিন্ন বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ পরিচালনা করে থাকে।

সাতদিন/এমজেড

২ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র