২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, গ্যালারি টুয়েন্টি ওয়ান
তাজউদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আজ শেষ দিন
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার গ্যালারি টুয়েন্টি ওয়ানে (তাজ-লিলি গ্রীন, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমণ্ডি) চলছে এক আলোকচিত্র প্রদর্শনী। এতে উঠে এসেছে এই মহান নেতার কর্মময় জীবন। ২৩ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ ১ সেপ্টেম্বর। প্রদর্শনীটি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অ্যামিরেটাস অধ্যাপক বরেন্য শিক্ষাবিদ ডঃ আনিসুজ্জামান এবং বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার আমীর-উল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানীদের হাতে গ্রেপ্তার হলে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব তাজউদ্দীন আহমেদ-এর কাঁধে বর্তায়। তিনি ১৯৭১ সালের ১১ এপ্রিল হতে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তযুদ্ধ চলাকালীন নয় মাস তিনি অসীম ধৈর্য ও দক্ষতার সাথে বাংলাদেশ সরকারের কর্মকান্ড পরিচালনা করেন।
সাতদিন/এমজেড