৪ থেকে ১২ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা
গঙ্গা-যমুনা উৎসব উদ্বোধন করছেন
সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার
৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫’। চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন উৎসবের উদ্বোধন করবেন অভিনয় শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার। এবারের উৎসবে ১৮ টি মঞ্চনাটক, ৮টি পথনাটক, ৮টি গানের দল, ৮টি আবৃত্তিদল, ৮টি নাচেরদল’সহ ৮ জন একক শিল্পী অংশ নেবেন।
জাতীয় নাট্যশালা’র মূল মিলনায়তন এবং পরিক্ষণ মিলনায়তনে একই সাথে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে। এ ছাড়াও উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পর্বে প্রতিদিন ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পথনাটক, আবৃত্তি, গণসঙ্গীত ও নৃত্য।
প্রদর্শনীর সূচি (প্রতিদিন সন্ধ্যা ৭টা):
৪ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
ছড়িগঙ্গা
প্রযোজনা: সংস্তব (ভারত)
৪ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
ট্র্যাজেডি পলাশ বাড়ি
প্রযোজনা: প্রাচ্যনাট
৫ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
ভূতনাথ
প্রযোজনা: সংস্তব (ভারত)
৫ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
দণ্ড
প্রযোজনা: অনুশীলন নাট্যদল, রাজশাহী
৬ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
সাম্পান নাইয়া
প্রযোজনা: উত্তরাধিকার, চট্টগ্রাম
৬ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
ইনফরমার
প্রযোজনা: শব্দ নাট্যচর্চা কেন্দ্র
৭ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
কঞ্জুস
প্রযোজনা: লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী)
৭ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
দর্পণে শরৎ শশী
প্রযোজনা: দেশ নাটক
৮ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
আদিরাজা
প্রযোজনা: ঋত্ত্বিক (ভারত)
৮ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
ভঙ্গবঙ্গ
প্রযোজনা: আরণ্যক নাট্যদল
৯ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
অশোকানন্দ
প্রযোজনা: অনীক (ভারত)
৯ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
পোড়ামাটি
প্রযোজনা: পদাতিক নাট্যসংসদ
১০ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
ম্যাকবেথ
প্রযোজনা: পদাতিক নাট্যসংসদ (টিএসসি)
১০ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
কোকিলারা
প্রযোজনা: থিয়েটার (বেইলি রোড)
১১ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
দেওয়ান গাজীর কিসসা
প্রযোজনা: নাগরিক নাট্যসংসদ
১১ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
শেষের কবিতা
প্রযোজনা: প্রাঙ্গণেমোর
১২ সেপ্টেম্বর, মূল মিলনায়তন
ধাবমান
প্রযোজনা: ঢাকা থিয়েটার
১২ সেপ্টেম্বর, পরীক্ষণ মিলনায়তন
নীলাখ্যান
প্রযোজনা: মহাকাল নাট্য সম্প্রদায়
সাতদিন/এমজেড