৩ থেকে ৫ সেপ্টেম্বর, ইমানুয়েল ব্যাঙ্কেট হল, ঢাকা
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে
সায়েন্স ফিকশন কনভেনশন
ঢাকার গুলশানে ইমানুয়েল ব্যাঙ্কেট হল-এ (বাড়ি-২, রোড-১৩৪, গুলশান-১) অনুষ্ঠিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন কনভেনশন। তিন দিনের এই আয়োজন শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর। প্রথম দিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন চলবে। দ্বিতীয় এবং তৃতীয় দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলবে। এই কনভেনশন মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভক্তদের জন্য। এখানে থাকছে মজার মজার সব আয়োজন। পুরো একটা কল্পনার জগতই তৈরি করা হবে উৎসবে আসা মানুষের জন্য। ফান ফ্যাক্টরি রাইডস নামের একটি সংস্থা এই কনভেনশনের আয়োজন করেছে। কনভেনশনের প্রবেশমূল্য ৫০০ টাকা। ভেন্যুতে উপস্থিত হয়ে যে কেউ টিকেট কেটে এতে অংশ নিতে পারেন।
এই আয়োজনের আকর্ষণীয় ইভেন্টের মধ্যে রয়েছে ব্যাটপড মডেল, বেম্যাক্স, ওয়াল-ই, ড্যানবো ম্যাস্কট, স্পেস শাটল, ইটি, দ্য থিং, এলইডি ইনফাইনিটি মিরর, থ্রিডি ওয়াল এন্ড ফ্লোর আর্ট ইত্যাদি। এ ছাড়া থাকছে কজপ্লে নামের একটি ইভেন্ট। এতে সায়েন্সফিকশন চলচ্চিত্র বা গল্পের কোন চরিত্রের মতো করে সাজবেন অংশগ্রহণকারীরা। সেরা সাজের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা।
সাতদিন/এমজেড