সন্ধ্যা ৭টা, ৩ সেপ্টেম্বর, ইএমকে সেন্টার, ঢাকা
প্লে রিডিং সিরিজের ১ম আয়োজন
এবারের নাটক ‘লেটার’
ইএমকে সেন্টারের (বাড়ি-৫, রোড-১৬ পুরোনো, মেইডাস সেন্টার, ধানমণ্ডি, ঢাকা) নতুন সাংস্কৃতিক আয়োজন ‘প্লে রিডিং সিরিজ’। এই আয়োজনের প্রতি পর্বে একজন মার্কিন নাট্যকারের নাটকের উপর আলোকপাত করা হবে। নাটক পাঠের সাথে সাথে এই আয়োজনে থাকছে নাটকটি নিয়ে অনানুষ্ঠানিক আলাপচারিতা। ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এই আয়োজনের প্রথম পর্বে করাইন জ্যাকার রচিত নাটক ‘লেটার’ পাঠ করা হবে। এক বিধবা নারী ও তার দুই কন্যাকে নিয়ে নাটকের মূল কাহিনী। নাট্যকর্মী নায়লা আজাদ নূপুর আয়োজনটি পরিচালনা করবেন। নাটকটি উপস্থাপনায় তাঁকে সহযোগিতা করবেন আফিয়া রশিদ এবং তামোহা বিনতে সিদ্দিকী। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে এতে যোগ দিতে https://goo.gl/qJjxh8 এই ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য নায়লা আজাদ নূপুর ১৯৯৭ সাল থেকে লস এঞ্জেলেস-এর মঞ্চের সাথে যুক্ত আছেন। তিনি অভিনয়, নির্দেশনা, কোরিওগ্রাফি এবং মঞ্চসজ্জায় বিশেষজ্ঞ। তিনি হলিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে। অপরদিকে আফিয়া রশিদ আবৃত্তিকার ও মঞ্চ অভিনেতা হিসেবে সাফল্য পেয়েছেন। ‘ভ্যাজাইনা মনলোগ’ নামের নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এদিকে অপর অংশগ্রহণকারী তামোহা বিনতে সিদ্দিকী একজন পরিব্রাজক। তিনি জিপসিদের মতই দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন। অভিনয় তাঁর একটি শখের বিষয়।
সাতদিন/এমজেড