রাত ৮টা ৪০ মি, ৩ সেপ্টেম্বর, এসএ টিভি

ইয়ুথ ভয়েজ’এর এবারের স্পট

রংপুর সরকারি কলেজ

অতিথি: প্রফেসর মোঃ আতাহার আলী, সোহেলী আক্তার, পার্থ প্রতিম রায়, অধ্যাপক ড: মোহাম্মদ আক্কাস আলী সরকার ও অভিনেতা বিপ্লব প্রসাদ
উপস্থাপনা: মনিকা চৌধুরী
প্রযোজনা: বিকাশ সরকার


তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।

ইয়ুথ ভয়েজের এবারের পর্বটি ধারণ করা হয়েছে রংপুর সরকারি কলেজে। অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় ‘তারুণ্যের চোখে আমার বাংলাদেশ’। আলোচক প্যানেলে রয়েছেন রংপুর সকারি কলেজের প্রফেসর মোঃ আতাহার আলি, রংপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সোহেলী আক্তার, রংপুর সরকারি কলেজের ছাত্র পার্থ প্রতিম রায়, সনি প্রাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড: মোহাম্মদ আক্কাস আলী সরকার ও অভিনেতা বিপ্লব প্রসাদ।

এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।

৩ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›