৪ ও ৫ সেপ্টেম্বর, হোটেল আমারি ঢাকা

রকমারি পণ্যের মেলা

অ্যাল্যুর ঈদ ফেস্ট


তরুন ডিজাইনার ও উদ্যোক্তাদের উদ্যোগে শুরু হচ্ছে যাচ্ছে ঈদ মেলা। ৪ ও ৫ সেপ্টেম্বর 'অ্যাল্যুর ঈদ ফেস্ট' নামে এ মেলা চলবে হোটেল আমারি ঢাকায় (বাড়ি-৪৭, রোড-৪১, গুলশান-২, ঢাকা)। আফরা ফ্যাশন, মানসা, ওপাল ফ্যাশন ওয়্যার, সুইট পটেটো, তহুরসহ মোট ২৬ টি অনলাইন দোকান মেলায় অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে ঈদ পোশাক, অনুষঙ্গ, প্রসাধনী এবং হাতে তৈরী নানা রকম পণ্য। প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা।

সাতদিন/এমজেড

৪ সেপ্টেম্বর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›