সন্ধ্যা ৬টা ৩০ মি, ৪ সেপ্টেম্বর, ঈন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা

ভরতনাট্যম ও মণিপুরী নাচের আসর


ঈন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা) নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজোনে ভরতনাট্যম পরিবেশন করবেন নৃত্যশিল্পী অমিত চৌধুরী এবং মণিপুরী নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সুইটি দাস। তাঁরা দুজনই রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয় হতে নৃত্যের উপর উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেছেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় অনুষ্ঠিতব্য এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কোন ধরণের নিবন্ধন বা আমন্ত্রণ পত্র ছাড়াই যে কেউ এই আয়োজন উপভোগ করতে পারবেন।

নৃত্যশিল্পী অমিত চৌধুরী বর্তমানে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’য় ক্যারিওগ্রাফার হিসেবে কাজ করছেন। তিনি শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনলজি’র নৃত্য বিভাগে শিক্ষকতা করছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ থিয়েটার এন্ড পারফর্মিং স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি।

অপরদিকে সুইটি দাস মণিপুরী নৃত্যে রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে প্রথম হিসেবে এমএ সম্পন্ন করেন। তিনি বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকরের বেলে ট্রুপ হতে সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নৃত্যাঙ্গন নামে একটি নাচের স্কুল পরিচালনা করছেন।

সাতদিন/এমজেড

৪ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >