বিকাল ৩টা, ৪ সেপ্টেম্বর, স্টেশন ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট, ঢাকা
স্টুডিও পোট্রেইট ফটোগ্রাফি নিয়ে কর্মশালা
ঢাকার বারিধারায় অবস্থিত স্টেশন ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট-এ (বাড়ি-৩৯৬, লেন-৬, বারিধারা ডি ও এইচ এস) এক আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রখ্যাত আলোকচিত্রী আবু নাসের এই কর্মশালা পরিচালনা করবেন। তাঁর সাথে থাকছেন দেশের শীর্ষস্থানীয় বিউটি এক্সপার্ট, ফ্যাশন ডিজাইনার এবং মডেল। ফ্যাশন এবং গ্ল্যামার ফটোগ্রাফিকেই এই কর্মশালায় প্রাধাণ্য দেয়া হবে। প্রত্যেক শিক্ষার্থী এতে একজন মডেলের সাথে আলাদাভাবে কাজ করা সুযোগ পাবেন। কর্মশালার জন্য নির্ধারিত ফি ১৫ হাজার টাকা। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ০১৫৩৪১২৯৯৮৩ অথবা ০১৯৬৬২৬২৭৩৭ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
কর্মশালার অংশ হিসেবে ৪ থেকে ১০ সেপ্টেম্বর চলবে তত্ত্বীয় ক্লাস। এরপর ১২ থেকে ১৬ সেপ্টেম্বর চলবে প্র্যাক্টিক্যাল ক্লাস। ১৮ সেপ্টেম্বর রিভিউ ক্লাসের মাধ্যমে কর্মশালা শেষ হবে। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সুপার মডেল নায়লা নাইম উপস্থিত হবেন।
সাতদিন/এমজেড