সকাল ১১টা, ৬ সেপ্টেম্বর, ব্রিটিশ কাউন্সিল, ঢাকা

যুক্তরাজ্যে লেখা পড়া ও বসবাস বিষয়ে আলোচনা


রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে (৫ ফুলার রোড, ঢাকা) এক সেমিনারের আয়োজন করা হয়েছে যার যুক্তরাজ্যে পড়াশুনা এবং বসবাস নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়াও এতে আলোচিত হবে আই ই এল টি এস এবং এর ডিজিটাল উপকরণ নিয়ে। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। ভিসার দরখাস্ত করা এবং এ সংক্রান্ত নানান কর্মকাণ্ড সম্পর্কে তাঁরা বলবেন। ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক’সহ পেশাজীবীরা এতে অংশ নিতে পারবেন। ছাত্র-ছাত্রীদের তাদের একাডেমিক কাগজ-পত্রের ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে।

সাতদিন/এমজেড

৬ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার