সন্ধ্যা ৭টা, ৩ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা

বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতার “সেরা দশ” হিসেবে নির্বাচিত নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং শুভেচ্ছা জ্ঞাপন করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সারাদেশের জেলা পর্যায়ের বিষয় ও বয়স ভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নৃত্যগুরুমাতা বেগম রাহিজা খানম ঝুনু। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রতিযোগীদেরকে অংশগ্রহণে গত ২৩ আগস্ট থেকে চূড়ান্ত প্রতিযোগিতা বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সকল বিষয় থেকে সেরা দশজন নৃত্যশিল্পীকে “সেরা দশ” হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নৃত্যশিল্প ও শিল্পীদের সার্বিক বিকাশ ও পরিচর্যায় নিবেদিত একটি সংগঠন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে বাংলার নিজস্ব কৃষ্টি-সাংস্কৃতিক কর্মকান্ডে অনুরাগী করে তুলতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন অমানিশায় নিমজ্জিম হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ বছরেও দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা আয়োজন করে।

সাতদিন/এমজেড

৩ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >