সকাল ১১ টা , ১১ সেপ্টেম্বর, বৈশাখী টিভি
একক নাটক : শেফালি
অভিনয়: তিশা, মাজনুন মিজান
গ্রামের মেয়ে শেফালি। অভাবের তাড়নায় মা-বাবাকে নিয়ে চলে আসে শহরতলী এলাকায়। সেখানে কাজ নেয় ইটভাটায়। থাকার জন্য কোনরকমে ছোট্ট একটি রুম ভাড়া নেয়। সারাদিন পরিশ্রম করে যা পায় তাই দিয়ে চলে ভাঙ্গাজোড়ার সংসার। ইটভাটার ম্যানেজারের নজরে পড়ে সেফালি। কাজের ফাঁকে লোকটা প্রেম করতে চায় তার সাথে। ফাঁদে ফেলে প্রেম করে এবং একসময় বিয়েও করে ফেলে সেফালিকে। বিয়ের পর জানাজানি হয়, লোকটি বিবাহিত। এমনকি সন্তানেরও বাবা! শুরু হয় পারিবারিক অশান্তি । সেফালির ওপর নেমে আসে নির্যাতন।