সন্ধ্যা ৬টা ৩০ মি, ৪ সেপ্টেম্বর, জাতীয় জাদুঘর, ঢাকা
সাধনা আয়োজিত নৃত্যানুষ্ঠান
নূপুর বেজে যায়
সাধনা সাংস্কৃতিক মণ্ডল-এর উদ্যোগে আয়োজিত উচ্চাঙ্গ নৃত্যের আসর বসছে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে। এতে মণিপুরী মার্শাল আর্ট বা থাংটা নৃত্য পরিবেশন করবেন শ্রীমতি আশারানী দেবী এবং তাঁর দল ‘হুয়েন লালং মণিপুরী থাংটা কালচারাল এসোসিয়েশন’। অনুষ্ঠানে আরও থাকছে প্রখ্যাত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনা। এ ছাড়া নৃত্য পরিবেশন করবেন মুন্নি সালমা ও তাঁর দল এবং আবু নাঈম।
সাধনা সাংস্কৃতিক মণ্ডল ২০১০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করে আসছে উচ্চাঙ্গ নৃত্যের আসর ‘নূপুর বেজে যায়’। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ বছর ধরে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই উৎসবের ৪৪তম আসর। সাধারণত ২ বা দেড় মাস অন্তর অন্তর এই আসর বসে থাকে।
সাতদিন/এমজেড