রাত ১১টা, ৪ সেপ্টেম্বর, এবং

সকাল ৮ টা ১৫ মি, ৫ সেপ্টেম্বর, বৈশাখী টিভি

শিল্পী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে

সময় কাটুক গানে গানে’র অতিথি

আজগর আলিম, জহির আলিম ও নুরজাহান আলিম

উপস্থাপনা: শ্রাবণ্য তৌহিদা
প্রযোজনা: রবিউল হাসান সুজন


বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত গানের আয়োজন ‘সময় কাটুক গানে গানে’র এবারের পর্ব শিল্পী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সাজান হয়েছে। এ পর্বে গান পরিবেশন করবেন শিল্পী আব্দুল আলিমের তিন সন্তান আজগর আলিম, জহির আলিম ও নুরজাহান আলিম । দর্শকরা এই অনুষ্ঠানে টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এবং শিল্পীর কাছে গানের অনুরোধ জানাতে পারবেন। এ ছাড়া এসএমএস-এর মাধ্যমেও দর্শকরা যে কোন গানের অনুরোধ জানাতে পারেন।

রবিউল হাসান সুজনের প্রযোজনায় ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন জনপ্রিয় মডেল শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হয় বৈশাখী টেলিভিশনে।

৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›