দুপুর ২টা ৩০ মি, ৪ সেপ্টেম্বর, মাছরাঙা টিভি
ইচ্ছে গানের দুপুর-এ কাজী শুভ
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
ফোনোলাইভ মিউজিক্যাল শো ‘ইচ্ছে গানের দুপুর’এর এবারের পর্বের শিল্পী কাজী শুভ। দুই ঘণ্টার এ অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’-এ নিজেদের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবে তিনি। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবে। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।