৪ থেকে ৬ সেপ্টেম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা
দেশ বরেণ্য সাহিত্যিক বুদ্ধিজীবীদের অংশগ্রহণে
চিরকুট সাহিত্য সম্মেলন ২০১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় উদ্বোধন করা হবে ‘চিরকূট সাহিত্য সম্মেলন ২০১৫’। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন এবং কবি খালেদ হোসাইন উৎসবের উদ্বোধন করবেন। এই সম্মেলনে অংশগ্রহন করবেন দেশের প্রথিতযশা ও দেশ বরেণ্য কবি, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ। অতিথিদের মধ্যে আছেন প্রাবন্ধিক হায়াৎ মামুদ, কবি মোহাম্মদ রফিক, কবি আসাদ চৌধুরী, কবি মুহাম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি খালেদ হোসাইন, কথাসাহিত্যিক রায়হান রাইন কবি শামীম রেজা প্রমুখ। এই তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলনকে প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ, আলোচনা, প্রকাশনার মোড়ক উম্মোচন ও সম্মাননা পদক প্রদানসহ বিভিন্ন পর্বে সাজানো হয়েছে। ৬ সেপ্টেম্বর সম্মেলন সমাপ্ত হবে।
সাহিত্যের ছোট কাগজ হিসেবে ২০১১ সালে ‘চিরকুট’ এর প্রথম প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন হিসেবে ‘চিরকুট’ এর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। সাপ্তাহিক সাহিত্য আড্ডা, মাসিক পাঠচক্র, একক কবিতা পাঠ ও আবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে সংগঠনটি। ২০১৫ সালে ‘চিরকুট’ পঞ্চম বর্ষে পদার্পণ করে। ছোট কাগজ ‘চিরকুট’ এর পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঠক ও লেখকের সেতুবন্ধন তৈরি করতে আয়োজন করতে যাচ্ছে ‘চিরকুট সাহিত্য সম্মেলন -২০১৫’।
পূর্ণাঙ্গ সূচি:
বিকাল ৫টা, ৪ সেপ্টেম্বর
শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান
বিষয়: রাষ্ট্র ও সাহিত্যের সম্পর্ক
উদ্বোধক ও আলোচক: অধ্যাপক ড.আবুল হোসেন (প্রো-ভিসি, জাবি), কবি ড.খালেদ হোসাইন ও ঔপন্যাসিক রায়হান রাইন
সকাল ১০টা, ৫ সেপ্টেম্বর
প্রথম অধিবেশন
৭ম সংখ্যার মোড়ক উম্মোচন
প্রধান অতিথি : অধ্যাপক ড. ফারজানা ইসলাম (মাননীয় উপাচার্য, জাবি)
আধুনিক বাংলা কবিতা আলোচনা ও কবিতা পাঠ
প্রধান আলোচক: কবি মোহাম্মদ রফিক
আলোচক: কবি আসাদ চৌধুরী, কবি মুহাম্মদ নূরুল হূদা, কবি হিমেল বরকত
সভাপতি: কবি খালেদ হোসাইন
দুপুর ২ টা, ৫ সেপ্টেম্বর
দ্বিতীয় অধিবেশন
জনপ্রিয় কথাসাহিত্য আলোচনা
প্রধান আলোচক: কথাশিল্পী সেলিনা হোসেন
আলোচক: জাকির তালুকদার, মাহবুব মোর্শেদ, বুলবুল সরওয়ার
সভাপতি: কথাশিল্পী রায়হান রাইন
অনলাইন সাহিত্য আলোচনা
আলোচক: সুমন রহমান, রাজু আলাউদ্দীন, মাহবুব আজিজ, তানিম কবির
সভাপতি: গল্পকার খোরশেদ আলম
সকাল ১০টা, ৬ সেপ্টেম্বর
অমর একুশে প্রাঙ্গণে শোভাযাত্রা
দুপুর ২টা, ৬ সেপ্টেম্বর
বিশ্বসাহিত্য আলোচনা ও সম্মাননা প্রদান
প্রধান অতিথি: হায়াৎ মামুদ
আলোচক: সৈয়দ মন্জুরুল ইসলাম, শোয়াইব জিবরান, শামীম রেজা,
সভাপতি: অধ্যাপক আহমেদ রেজা
সাতদিন/এমজেড