৪ থেকে ৯ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘর, ঢাকা

আর্ন্তজাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব


নেপালে ভূমিকম্প নিহত ও ক্ষতিগ্রস্থদের উৎসর্গ করে আয়োজন করা হয়েছে আর্ন্তজাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। প্রযোজনা সংস্থা ‘ঢেঁকি’র আয়োজনে উৎসব চলবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা এবং ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর একই সময়ে শওকত ওসমান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট তারানা হালিম। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন আতাউর রহমান, ড.ইনামুল হক, দেলোয়ার জাহান ঝন্টু, গোলাম কুদ্দুস, ক্যাথরিন মাসুদসহ আরো অনেকে। চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ঢেঁকি প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমরা গত বছর থেকে এই আর্ন্তজাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব চালু করেছি, প্রতি বছরই এই আয়োজন থাকবে এবং ভবিষ্যতে এই আয়োজন আরো বড় আকারে হবে। আমরা এই উৎসবে নতুন নতুন নির্মাতাদের ছবি প্রদর্শনীর সুযগ করে দিচ্ছি। এছারা এই আয়োজনের মাধ্যমে তরুন নির্মাতারা দেশ বিদেশের ভাল ভাল কিছু চলচ্চিত্র দেখার সুযগ পাবে। চলচ্চিত্রগুলো দেখে তারা নিজেদের সমৃদ্ধ করতে পারবে’।

পূর্ণাঙ্গ সূচি


সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›