৪ থেকে ২০ সেপ্টেম্বর, বেঙ্গল শিল্পালয়, ঢাকা
বেঙ্গল ফাউন্ডেশন ও আবুল খায়ের-এর সংগ্রহ নিয়ে
চিত্রপ্রদর্শনী: ফিগারেশন
রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ‘বেঙ্গল শিল্পালয়’-এ (বাড়ি-৪২, রোড-১৬) ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে চিত্রপ্রদর্শনী ‘ফিগারেশন’। বিশিষ্ট শিল্পসংগ্রাহক ও সমঝদার আবুল খায়ের এবং বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে থাকা বাংলাদেশ ও ভারতের ১৭ জন বিখ্যাত শিল্পীর ৩০টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী সাজানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, বিজন চৌধুরী, হরেন দাস, কালিদাস কর্মকার, কাজী আব্দুল বাসেত, মুর্তজা বশীর, নাজলী লায়লা মনসুর, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, রামকিঙ্কর বেইজ, রোকেয়া সুলতানা, সফিউদ্দীন আহমেদ, শহিদ কবির, শিশির ভট্টাচার্য এবং জয়নুল আবেদিনের চিত্রকর্ম।
সাতদিন/এমজেড