সন্ধ্যা ৭টা, ৫ সেপ্টেম্বর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
ব্যান্ড স্টোন ফ্রি-এর কনসার্ট
ঢাকার বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) ব্যান্ড স্টোন ফ্রি-এর কনসার্টের আয়োজন করা হয়েছে। ক্লাসিক্যাল রক ঘরানার গান পরিবেশন করে ধাকে ব্যান্ডটি। এই ব্যান্ডের সদস্যরা হলেন ছটু (কন্ঠশিল্পী ও গিটার), মিশু (বেজ), ফাহিম (কন্ঠশিল্পী ও গিটার), নাদির (পারকিউশনস ও কন্ঠশিল্পী) এবং ইমন (ড্রামস)। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সাতদিন/এমজেড