সন্ধ্যা ৬টা, ৭ সেপ্টেম্বর, জাতীয় জাদুঘর, ঢাকা
বেণুকার সাংস্কৃতিক অনুষ্ঠান
বেণুকা ললিতকলা কেন্দ্র’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি থাকছে সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ও সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা শাহীন সামাদকে বেণুকার পক্ষ থেকে সম্মাননা পদক-২০১৫ প্রদান করা হবে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও নজরুলসংগীতশিল্পী ড. লীনা তাপসী খান। অনুষ্ঠানে শিল্পমন্ত্রণালয়ের সচিব এবং বেণুকার সভাপতি জনাব মো: মোশাররফ হোসেন ভুঁইয়া।
সাতদিন/এমজেড