খৃস্টপূর্ব সময়ের প্রেক্ষাপটে যুদ্ধের সিনেমা

ড্রাগন ব্লেড

পরিচালনা: ড্যানিয়েল লি
অভিনয়: জ্যাকি চ্যান, জন কুসাক, আদ্রিয়েন ব্রডি


খৃস্টপূর্ব ৪৮ সালের কথা। প্রাচীন চীন সাম্রাজ্যের একদল সৈনিকের কাজ বিখ্যাত সিল্করোড শত্রুমুক্ত রাখা। সেই দলের নেতা হুও আন। এমন সময় বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে হাজির হয় রোমান সেনাপতি টাইবেরিয়াস। হুও আন ও তার দলকে মরণপন যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। এদিকে জেনারেল লুসিয়াসের নেতৃত্বে রোমান সৈন্যদের একটি বিদ্রোহী দল চীনাদের সাহায্যে এগিয়ে আসে। এমনই এক টান টান উত্তেজনার যুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ড্রাগন ব্লেড’।

ড্যানিয়েল লি পরিচালিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান, জন কুসাক, আদ্রিয়েন ব্রডি’র মতো তারকা অভিনেতারা।


প্রদর্শনীর সূচি:

স্টার সিনেপ্লক্স- (হল ১ থেকে ৪)- সকাল ১১:১০ ও বিকাল ৪:৩০

যোগাযোগ

স্টার সিনেপ্লেক্স

ফোন ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com

সাতদিন/এমজেড

১৯ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›