সন্ধ্যা ৬টা, ৯ সেপ্টেম্বর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা

সিনেমাটোগ্রাফির উপর উন্মুক্ত কাউন্সেলিং


ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত পাঠশালা’র ক্যাম্পাসে (বাড়ি ৫৮, সড়ক ১৫/এ নতুন) সিনেমাটোগ্রাফির উপর উন্মুক্ত কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে হাজির থাকবেন কোর্সের মূল প্রশিক্ষক পঙ্কজ পালিত এবং বিভাগীয় প্রধান ইশতিয়াক জিকো। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে এতে অংশ নিতে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: CNM (Space) নিজের নাম (Space) ইমেইল অ‍্যাড্রেস। এরপর পাঠিয়ে দিতে হবে ০১৭৮০ ৩৭৯ ৩৯৯ নম্বরে।

কর্মশালার সূচি:

৬.০০ - নিবন্ধন এবং প্রদর্শনী: স্বল্পদৈর্ঘ‍্য সিনেমা
৬.৩০ - পরিচিতি পর্ব
৭.০০ – চা বিরতী এবং কুইজ
৭.৩০ - আড্ডা: চলমান ইমেজের অক্ষরজ্ঞান
৮.০০ - প্রশ্নোত্তর ও পরামর্শ
৮.৩০ – চা বিরতী এবং ফিডব‍্যাক

সাতদিন/এমজেড

৯ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র