সন্ধ্যা ৭টা, ৬ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি
গঙ্গা-যমুনা নাট্যোৎসবের তৃতীয় দিনে
শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র ‘ইনফরমার’
ঢাকায় চলমান গঙ্গা-যমুনা নাট্যোৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘ইনফরমার’। শান্তনু বিশ্বাস রচিত নাটকটির নির্দেশনায় থাকছেন খোরশেদুল আলম। এতে অভিনয় করছেন মাহমুদ, হাদি, রুশনী, এহসান, সজিব, তাহা, হিরা, হাসিব, হিরণ, রাজ, হাফিজ, পারভেজ, লিটন, স্বপন, শিষ, অনুপম, রিয়াজ ও অনার্য মুরশেদ। নাটকটির আলোক পরিকল্পনায় থাকছেন শামীম এবং আবহ সংগীতে রমিজ রাজু।
সাতদিন/এমজেড