সন্ধ্যা ৭টা, ৫ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা

গঙ্গা-যমুনা উৎসবের ২য় দিন

‘ভূতনাথ’-এর মঞ্চায়ন

প্রযোজনা: সংস্তব (ভারত)


৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫’। চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতীয় নাট্যদল সংস্তব মঞ্চস্থ করবে নাটক ‘ভূতনাথ’। এটি একটি হাস্যরসের নাটক। নাটকটি লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়। নাটকটির নির্দেশনায় থাকছেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ও করবেন। এ ছাড়া আবহ সংগীতে দিশারী চক্রবর্তী এবং আলোক সঞ্চালনায় থাকছেন বাদল দাস।

সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›