সকাল ৯টা ৩০ মি, ১১ সেপ্টেম্বর, ইসলাম প্লাজা, ঢাকা
আলোকচিত্রের কর্মশালা
ওয়ার্কশপ অন মাস্টারিং লাইট এন্ড শ্যাডো
গ্রাসহোপার-এর উদ্যোগে এক আলোকচিত্রের কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘ওয়ার্কশপ অন মাস্টারিং লাইট এন্ড শ্যাডো’ শিরোনামের কর্মশালাটি ১১ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে ঢাকার মিরপুরে অবস্থিত ইসলাম প্লাজার ১০ম তলায় হাবঢাকা’তে (প্লট-৭, রোড-৩, সেকশন-৭, মিরপুর)। এটি পরিচালনা করবেন জিয়া উদ্দিন। কর্মশালাটি সকল আলোকচিত্রী এবং আলোকচিত্রপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে অংশ নিতে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে নাম নিবন্ধন করে নিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১০৮০৩৩২, ০১৬৭১৩৬২৬৬৬, ০১৬৭৮০৮৩২৫৫ এবং ০১৯১১২১৮৪১৯ নাম্বারে যোগাযোগ করতে হবে।
এই কর্মশালায় মূলত স্বল্প সময়ের মধ্যে আলোক সম্পাত সম্পর্কিত কিছু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এমন কিছু কৌশল শেখানো হবে যেগুলো আলোকচিত্রীরা অতি সহজে নিজেদের কাজে প্রয়োগ করতে পারবেন।
সাতদিন/এমজেড