সন্ধ্যা ৭টা, ৬ সেপ্টেম্বর, থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম
অজিত রায় স্মরণে সংগীতায়োজন
হে মহাজীবন
৪ সেপ্টেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বলিষ্ঠ কন্ঠস্বর, শিল্পী সুরকার অজিত রায়ের প্রয়াণদিবস। এ উপলক্ষে তাঁর সাহচর্য ও অনুপ্রেরনায় প্রতিষ্ঠিত সঙ্গীত সংগঠন "অভ্যুদয় সংগীত অঙ্গন" ৬ সেপ্টেম্বর ২০১৫ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এক স্বরণানুষ্ঠানের আয়োজন করেছে । অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ অনুপম সেন এবং সঙ্গীতজ্ঞ ও শিক্ষক হাসিনা জাকারিয়া বেলা ।
'হে মহাজীবন' শিরোনামের এই শিরোনামের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত এবং অজিত রায় সুরারোপিত গান পরিবেশন করবে অভ্যুদয়ের শিল্পীবৃন্দ । অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সাতদিন/এমজেড