রাত ৮টা, ৭ সেপ্টেম্বর এবং

বিকাল ৩টা, ৮ সেপ্টেম্বর, চ্যানেল আই

বিবিসি বাংলাদেশ সংলাপের আলোচনায়

ইউরোপে অভিবাসী সংকট


অনুষ্ঠিত হল বিবিসি বাংলাদেশ সংলাপের ১২৮তম পর্ব। এবারের প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অধ্যাপক ও গবেষক ডঃ সলিমুল্লাহ খান এবং সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশীপের নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস।

এবারের পর্বে দর্শকদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো-

১. আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরীপে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে যে ফলাফল পাওয়া গেছে, সেই ফলাফল কি একটি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে?
২. ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ন্ত্রণে রাখার জন্যে সরকারের যথেষ্ঠ পদক্ষেপ কি দেখা যাচ্ছে?
৩. ইউরোপের দেশগুলো সহ বিভিন্ন দেশে অভিবাসী সংকট যে করুণ পরিস্থিতির সৃষ্টি করেছে, তা মোকাবেলায় কী ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে? এবং
৪. ভারত থেকে বাংলাদেশে গরু পাঠানো প্রায় বন্ধ হওয়ার বিষয়টি কি প্রকারন্তরে স্থানীয়ভাবে গবাদী পশু উন্নয়ণের একটি সুযোগ সৃষ্টি করেছে?

অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে সোমবার রাত ৮টায় এবং পরদিন মঙ্গলবার বিকাল ৩টায়।

সাতদিন/এমজেড

৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›