সন্ধ্যা ৬টা ৩০ মি, ৮ সেপ্টেম্বর, শাবিপ্রবি, সিলেট

থিয়েটার সাস্ট-এর প্রযোজনায়

নাটক ‘বেধুয়া’র মঞ্চায়ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার সাস্ট আগামী ৮ সেপ্টেম্বর মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের ২৮ তম প্রযোজনা, নাটক ‘বেধুয়া’ । বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই নাটকটি মঞ্চস্থ হবে। নিহারেন্দু কর রচিত নাটকটির নির্দেশনায় থাকছেন ওমর ফারুক দিপু । সেই সাথে সহ-নির্দেশক হিসেবে আছেন মো: জাহাঙ্গীর আলম এবং ইউসুফ হোসাইন । উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর নাটকটির ১০৩ তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাতদিন/এমজেড

৮ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›