সকাল ১০টা, ৭ সেপ্টেম্বর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ঢাকা
ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে কনফারেন্স
ইন্টারনেট ফর টুমরো
প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সপ্তাহের আয়োজন করছে বেসিস , তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোন। বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেটের নানানদিক সম্পর্কে তুলে ধরতে বেসিস স্টুডেন্টস ফোরাম ৫০টির অধিক টেক ইভেন্টের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ই সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’ এর উদ্যোগে “ইন্টারনেট ফর টুমরো” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। তাছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর এম ওমর রাহমান, বেসিস এর সভাপতি জনাব শামীম আহসান এবং সিনিয়র সহ-সভাপতি জনাব রাসেল টি আহমেদ সহ দেশের নামকরা তথ্যপ্রযুক্তিবিদগণ। এই কনফারেন্সে তথ্যপ্রযুক্তি খাতে ক্যরিয়ার গড়ে তুলতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুফলতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করা হবে। ইভেন্টটিতে যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। http://goo.gl/forms/QgKCTVqvJt এই লিংকে গিয়ে নাম নিবন্ধনের মাধ্যমে যে কেউ এতে অংশ নিতে পারেন। মনে রাখবেন,রেজিস্ট্রেশনের শেষ সময় রবিবার অর্থাৎ ৬ই সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
সাতদিন/এমজেড