সকাল ১০টা ৪০মি, ৭ সেপ্টেম্বর, আর টিভি
তারকালাপ এ আজকের অতিথি
অভিনেতা আবুল হায়াত
উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু
আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন প্রথিতযশা অভিনেতা আবুল হায়াত। আবুল হায়াতের জন্ম ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর, বর্তমান ভারতের মুর্শিদাবাদ জেলায়। পরবর্তীতে তাঁর পরিবার বাংলাদেশে বসবাস শুরু করে। তুখোড় অভিনেতা হিসেবে পরিচিত হলেও পেশায় তিনি একজন প্রকৌশলী। বুয়েট থেকে পাশ করে তিনি বাংলাদেশ ওয়াশার প্রকৌশলী হিসেবে কাজে যোগ দেন।
আবুল হায়াত ৫০০-এর বেশি টিভি নাটকে অভিনয় করেছেন। তবে তাঁর অভিনয় জীবন শুরু হয় মঞ্চ অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করেন এই গুণী অভিনয়শিল্পী। তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ইত্যাদি।
এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' প্রচারিত হয় সকাল ১০ টা ৪০ মিনিটে আর টিভিতে।