১১ সেপ্টেম্বর, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ঢাকা
নিবন্ধন চলছে
তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র নির্মাণ কোর্স
১১ সেপ্টেম্বর থেকে দেশবরেণ্য নির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় শুরু হচ্ছে এক মাসের চলচ্চিত্র নির্মাণ কোর্স। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এটি ৬ষ্ঠ কোর্স। কোর্স প্রশিক্ষক হিসেবে থাকছেন পঙ্কজ পালিত এবং সমন্বয়ক হিসেবে সগীর মোস্তফা। ঢাকার কলাবাগানে অবস্থিত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের কার্যালয়ে (১৬০ লেকসার্কাস) এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
এই কোর্সে চলচ্চিত্রের ভাষা, চিত্রগ্রহণ, চিত্রনাট্য এবং সম্পাদনার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ সব বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হবে। এ ছাড়া কর্মশালার অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা নিজেরাই ডিজিটাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। কর্মশালার ব্যপারে বিস্তারিত জানতে ০১৭১২০৮৬১০২ এবং ০১৮৩৬৯৭৮৮৯১ নাম্বারে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ই-মেইলে যোগাযোগ করা যাবে bangladesh.film.institute@gmail.com এই ঠিকানায়।
সাতদিন/এমজেড