সকাল ১০টা, ১১ সেপ্টেম্বর, লিসেনার্স এন্ড স্পিকার্স ফোরাম, ঢাকা
নাভীদ মাহবুবের কর্মশালা
এফেক্টিভ এন্ড সাস্টেইনেবল কমিউনিকেশন স্কিল
জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ও নাভীদ কমেডি ক্লাবের প্রতিষ্ঠাতা নাভীদ মাহবুবের পরিচালনায় ‘এফেক্টিভ এন্ড সাস্টেইনেবল কমিউনিকেশন স্কিল’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। লিসেনার্স এন্ড স্পিকার্স ফোরাম আয়োজিত এক দিনের এই কর্মশালা চলবে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত লিসেনার্স এন্ড স্পিকার্স ফোরামের নিজস্ব কর্যালয়ে (বাড়ি-৫৬, রোড-২/এ)। সাধারণ কর্মজীবীদের জন্য নিবন্ধন ফি ১৫০০ টাকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য ১২০০ টাকা। কর্মশালায় অংশ নিতে বিকাশের মাধ্যমে বা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে নিবন্ধন ফি জমা দিতে হবে। নিবন্ধনের ব্যপারে বিস্তারিত জানতে ০১৬৮০০০০১১৩ বা ০১৯৭০০০০১১৩ নাম্বারে ফোনে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, নাভীদ মাহবুব ২০০৭ সালে আমেরিকার অরিজিনাল লাস ভেগাস কমেডি ফেস্টিভালে শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান খেতাব অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, স্পেন, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়কমেডি শো করেছেন। এনটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা নাভীদ মাহবুব শো’ এর উপস্থাপক নাভীদ বাংলাদেশের সর্বপ্রথম কমেডি ক্লাব “নাভীদ’স কমেডি ক্লাব”-এর প্রতিষ্ঠাতা । তিনি বাংলাদেশের প্রায় সকল টেলিভিশন ও রেডিও চ্যানেলে কমেডি শো ও উপস্থাপনা করেছেন। কর্মজীবনে তিনি আইবিএম বাংলাদেশ, নকিয়া সিমেন্স নেটওয়ার্ক বাংলাদেশের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করেছেন।
সাতদিন/এমজেড