সন্ধ্যা ৭টা, ১০ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা
গঙ্গা-যমুনা উৎসবের ৭ম দিন
থিয়েটার বেইলি রোডের ‘কোকিলারা’
ঢাকায় চলমান গঙ্গা-যমুনা উৎসবের ৭ম দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে থিয়েটার বেইলি রোডের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘কোকিলারা’। নাটকটি লিখেছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন। বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারের একক অভিনয়ে নাটকটি মঞ্চায়িত হবে। সোয়া দুই ঘন্টা মঞ্চে দাঁড়িয়ে তিনি একাই অভিনয় করেন এই নাটকে। এটি বাংলাদেশের প্রথম নাটক যা একক অভিনয়ে মঞ্চায়িত হয়। নাটকের নির্দেশনায় থাকছেন সুদীপ চক্রবর্তী।
নাটকের কোকিলা আমাদের সমাজেরই অতি পরিচিত এক নারী। শৈশবে বাবাকে হারানো কোকিলা তার দুই বোন ও মায়ের সাথে থাকে। 'মেয়ে মানুষের একজন পুরুষ দরকার' এই প্রচলিত বিশ্বাসে বিশ্বস্ত কোকিলার মা মৃত স্বামীর ওপর চরম ভালোবাসা আর মেয়েদের প্রতি অকৃত্রিম আদর থাকা সত্ত্বেও গ্রামের বুড়ো মাতবরকে বিয়ে করে। কারণ, তার পুরুষহীন আলগা শৃঙ্খলে থেকে হাজারো ছোবলে জর্জরিত হওয়ার ইচ্ছা নেই। এদিকে ভাগ্যের নির্মম পরিহাসে কোকিলা তারই সৎবাবার হাতে ধর্ষিত হয়। এরপর সে পাড়ি জমায় ঢাকা শহরে যেখানে তার নতুন পরিচয় হয় বুয়া। এভাবেই এক সংগ্রামী নারীর জীবন চিত্রিত হয় এই নাটকে।
সাতদিন/এমজেড