সন্ধ্যা ৬টা, ১১ সেপ্টেম্বর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুট সিক্স, ঢাকা
গল্প বলার আসর
রাজধানীর বনানীতে অবস্থিত স্টুডিও ‘লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স’-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) এক গল্প বলার আসরের আয়োজন করেছে ‘গ্লিফ’ নামের একটি সংগঠন। “গ্লিফ’স ওপেন মিক ফর স্টোরিস” শিরোনামের এই আসরে পেশাদার গল্প বলিয়েদের পাশাপাশি সাধারণ দর্শক-স্রোতারাও মঞ্চে তাদের নিজেদের গল্প বলার সুযোগ পাবেন। গল্প বলা যাবে কথা, ছবি, অভিনয়, গিমিকসের মাধ্যমে। যে কেউ তাঁর ব্যক্তি জীবন, কাল্পনিক বা অন্য কারও গল্পের সংস্করণ উপস্থাপন করতে পারেন।
আয়োজনের অংশ হিসেবে স্টুডিওতে থাকছেন পেশাদার পারফর্মার। তাঁরা ভই থেকে পড়ে শোনাবেন, আবৃত্তি করবেন, কৌতুক বলবেন জাদু দেখাবেন এবং আরও নানান মজার মজার আয়োজন থাকছে। আরও থাকছে ম্যাজিক ট্রিকস, গান-বাজনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী ইত্যাদি। অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন কবি ও সংগীতশিল্পী শাহেদ আবীর, রুশনাফ ওয়াদুদ, সংগীতশিল্পী শান্ত, লেখক আহসান সাজিদ, লেখক ইসতিয়াক হোসাইন, জদুকর ম্যাক্স মিস্টাল, পাকিস্তানী চলচ্চিত্র-নির্মাতা ফয়সাল হাশমি প্রমূখ।
সাতদিন/এমজেড