রাত ৮টা, ৮ সেপ্টেম্বর, এবং
সকাল ৮টা ১৫ মি ও বিকাল ৪টা, ৯ সেপ্টেম্বর, বৈশাখী টেলিভিশন
শুধুই আড্ডা’র অতিথি
কুদ্দুস বয়াতী
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: আজমেরী হক বাধন
বাংলাদেশের সংগীত জগতের অতি পরিচিত মুখ লোকসংগীত ও পালা গানের জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতী। ছোটবেলা থেকেই কুদ্দুস বয়াতী ছিলেন গানপাগল। পড়ালেখায় অমনযোগী কুদ্দুস আট/নয় বছর বয়স থেকেই পালাগান গাইতে শুরু করেন। ১৯৮৯ সালের দিকে তাঁকে বাংলা একাডেমির অনুষ্ঠানে গান গাইবার জন্য ভাড়া করে আনা হয়। এরপর ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। এরপর ডাক পান বিটিভির অনুষ্ঠানে। এভাবেই বাড়তে থাকে তাঁর খ্যাতি। পরবর্তীতে হুমায়ুন আহমেদের সাথে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁকে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতেও দেখা গেছে।
‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন আজমেরী হক বাধন। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় প্রতি মঙ্গলবার রাত ৮টায়। পরদিন বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে এবং বিকাল ৪টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয়।