নিবন্ধনের শেষ দিন ১ অক্টোবর
সালসা নৃত্যের কর্মশালা
জনপ্রিয় সামাজিক নৃত্যগুলোর একটি সালসা। সর্বসাধারণের জন্য এই নৃত্যের এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে নাদিম ফাউন্ডেশন। এই কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে (৪২ ভাষাসৈনিক এম এ মতিন রোড, ধানমণ্ডি)। চার দিনের এই কর্মশালায় প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হবে। শুক্রবার অথবা শনিবারের ক্লাসে অংশ নিতে পারেন আগ্রহীরা। ৩০০০ টাকার বিনিময়ে নাম নিবন্ধন করে যে কেউ অংশ নিতে পারেন এই কর্মশালায়। তবে পুরোনো সদস্যরা ২০০০ টাকায় এই কর্মশালায় অংশ নিতে পারবেন। ২ অক্টোবর হতে ৩১ অক্টোবরের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সালসা নাচের উৎপত্তি নিউইয়র্ক শহরে। তবে এই নাচের উপর লাতিন আমেরিকান বিভিন্ন নাচের প্রভাব রয়েছে। বিশেষ করে কিউবা, পোর্টারিকো ও কলম্বিয়ার ঐতিহ্যবাহী নাচের প্রভাব এতে দেখা যায়। সামাজিক বিভিন্ন আসরে এই নাচ পরিবেশিত হয়ে থাকে।
সাতদিন/এমজেড