সন্ধ্যা ৬টা ৩০ মি, ১১ সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
নাশিদ কামালের একক সংগীতসন্ধ্যা
নজরুলগীতির প্রখ্যাত শিল্পী নাশিদ কামালের একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১)। নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের প্রথম প্রয়াণদিবস উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। গত বছর ৯ সেপ্টেম্বর এই প্রবাদপ্রতীম শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মূলত নজরুল সঙ্গীত গেয়ে খ্যাতি অর্জন করলেও নাশিদ কামাল গজল অঙ্গের গান, লোকগীতি, আধুনিক ও বিদেশী ভাষায় গান গেয়েছেন। এ পর্যন্ত তাঁর ১০টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে যার মধ্যে সাতটি নজরুল সঙ্গীতের। বাকি তিনটি অ্যালবামের মধ্যে একটি পল্লীগীতির, একটি আধুনিক বাংলা গানের এবং একটি উর্দু গজলের অ্যালবাম।
সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত। প্রফেসর ড. রফিকুল ইসলামের লেখা ‘নজরুল জীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন নাশিদ কামাল। এ ছাড়া তিনি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দীনের ‘আমার শিল্পী জীবনের কথা’ গ্রন্থেরও ইংরেজি অনুবাদ করেন। উল্লেখ্য, তিনি কিংবদন্তী লোকসঙ্গীতশিল্পী আব্বাস উদ্দীনের নাতনী।
সাতদিন/এমজেড